ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের হাদিসের অনুবাদ সংযুক্তকরণের অনুরোধ
m
muhammad_mahfuzur
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের হাদিসের অনুবাদগুলো যুক্ত করার অনুরোধ রাখছি। কারণ বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অনুবাদ সর্বমহলে প্রশংসিত ও সমাদৃত এবং অবিতর্কিতও।
হাদিসগুলোর নীচে বিখ্যাত সব ব্যাখ্যাকারকের সংক্ষিপ্ত ব্যাখ্যা যুক্ত করলে আমার মত সাধারণ পাঠক সরাসরি হাদিসের অভ্যন্তরীণ অর্থটা নখদর্পনে নিয়ে আসতে পারতো এবং কোন ভুল অর্থ বুঝাবুঝির ঝামেলা পোহাতে হতো না। আর ইংরেজির মত বাংলায়ও হাদিসের গ্রেডগুলো উল্লেখ করলে ভাল হতো।
আর আপনাদের দেওয়া বাংলা অনুবাদের মধ্যে শুধু "সুনানে আন-নাসায়ী" হাদিসগ্রন্থটি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের অনুবাদ করা। সহিহ মুসলিম আপনাদের অ্যাপে সংযুক্ত করা হয়নি। আশা করি এটা ইসলামিক ফাউন্ডেশনেরটা দিবেন। আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দান করুক।
Log In