আমি এখন একটা সমস্যার কথা বলব সূরা আরাফ আমি শুনছিলাম ক্বারী রাদ মোহাম্মদ আল কুরুদী তিলাওয়াত। কিন্তু ৪৪ নাম্বার আয়াত পর্যন্ত এর তেলাওয়াত কিন্তু ৪৫ নাম্বার আয়াত থেকে আবার মিসারি রশিদ আলাফাসি তিলাওয়াত। অথচ শুধু ক্বারী রাদ মোহাম্মদ আল কুরুদী সিলেক্ট করা ছিল।
আশা করি ব্যাপারটা আপনারা দেখবেন